EIIN : 104894
School Code : 3785

১২৬

পুরস্কার বিজয়ী

২৬

খেলাধুলা কার্যক্রম

স্থাপিত

১৯৮৪ ইংরেজি

প্রয়োজনীয় তথ্য

বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস

শিক্ষা প্রতিষ্ঠানঃ
নামঃ চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়।
গ্রামঃ চিকদাইর, ডাকঘরঃ অন্নপূর্ণা বাড়ি (৪৩৪২), উপজেলাঃ রাউজান, জেলাঃ চট্টগ্রাম।

সংক্ষিপ্ত বর্ণনাঃ চট্টগ্রাম জেলার অন্তর্গত, রাউজান উপজেলার, চিকদাইর গ্রামে সম্পূর্ন গ্রামীন পরিবেশে অবস্থিত।বিদ্যালয়টি কোলাহলমুক্ত,আলোবাতাসে পরিপূর্ণ,বাউন্ডারী ওয়ালবেষ্টিত,নিরাপদ ও আনন্দমুখর পরিবেশ বিদ্যমান। বিদ্যালয়ে সামনে প্রকান্ড খেলার মাঠ, পাশদিয়ে রয়েছে পিচ করা প্রশস্ত রাস্তা যা রাউজান উপজেলা ও রাঙ্গামাটি সড়কের সাথে সরাসরি সংযুক্ত।

প্রতিষ্ঠাকালঃ ১৯৮৪ ইংরেজি

ইতিহাসঃ একসময়ে এই চিকদাইর ইউনিয়নে কোন বিদ্যালয় ছিল না। ছিলনা শিক্ষার জন্য পরিবেশ। নামমাত্র শিক্ষার্থী রাউজান ও গহিরা স্কুলে গিয়ে লেখাপড়া করত। মেয়েরা ছিল শিক্ষার আলো থেকে বঞ্চিত। গ্রামের এই অবস্থা দেখে তৎকালিন জ্ঞানপিপাসু অভিভাবকেরা হতভম্ব। আশির দশকে এলাকা— বাসী উপলব্দি করতে পেরেছে যে, গ্রামের যুবক—যুবতিরা এ অবস্থায় থাকলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জির্ত হবে। তারই ধারাবাহিকতায় ভবিষ্যত প্রজন্মকে আন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য শুরু হয় প্রচেষ্ঠা। শুরু হয় পাড়ায় পাড়ায় মিটিং সমাবেশ, উৎসাহিত করা হয় এলাকার মুরুব্বি ও তারুণ্যকে। ফলে এলাকার সুপরিচিত ডাঃ ফজল আহমদ ও তরুনদের মধ্যে ফিরে আসে বিদ্যালয় নিমার্নের প্রচেষ্ঠা। এমতবস্তায় উদ্যেগী সমাজ শরনাপন্ন হন বিশিষ্ঠ ব্যাংকার ও শিল্পপতি দক্ষিণসর্তা গ্রাম নিবাসী মোঃ শাহদাত হোসেন খোন্দকারের নিকট। অবশেষে মরহুম ডাঃ ফজল আহমদ,শিল্পপতি মোঃ শাহাদাত হোসেন ও যুব সমাজের সার্বিক সহযোগিতায় ১৯৮৪ ইং সালে প্রতিষ্ঠিত হয় অত্র বিদ্যালয়।

বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস

শিক্ষা প্রতিষ্ঠানঃ
নামঃ চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়।
গ্রামঃ চিকদাইর, ডাকঘরঃ অন্নপূর্ণা বাড়ি (৪৩৪২), উপজেলাঃ রাউজান, জেলাঃ চট্টগ্রাম।

সংক্ষিপ্ত বর্ণনাঃ চট্টগ্রাম জেলার অন্তর্গত, রাউজান উপজেলার, চিকদাইর গ্রামে সম্পূর্ন গ্রামীন পরিবেশে অবস্থিত।বিদ্যালয়টি কোলাহলমুক্ত,আলোবাতাসে পরিপূর্ণ,বাউন্ডারী ওয়ালবেষ্টিত,নিরাপদ ও আনন্দমুখর পরিবেশ বিদ্যমান। বিদ্যালয়ে সামনে প্রকান্ড খেলার মাঠ, পাশদিয়ে রয়েছে পিচ করা প্রশস্ত রাস্তা যা রাউজান উপজেলা ও রাঙ্গামাটি সড়কের সাথে সরাসরি সংযুক্ত।

প্রতিষ্ঠাকালঃ ১৯৮৪ ইংরেজি

ইতিহাসঃ একসময়ে এই চিকদাইর ইউনিয়নে কোন বিদ্যালয় ছিল না। ছিলনা শিক্ষার জন্য পরিবেশ। নামমাত্র শিক্ষার্থী রাউজান ও গহিরা স্কুলে গিয়ে লেখাপড়া করত। মেয়েরা ছিল শিক্ষার আলো থেকে বঞ্চিত। গ্রামের এই অবস্থা দেখে তৎকালিন জ্ঞানপিপাসু অভিভাবকেরা হতভম্ব। আশির দশকে এলাকা— বাসী উপলব্দি করতে পেরেছে যে, গ্রামের যুবক—যুবতিরা এ অবস্থায় থাকলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জির্ত হবে। তারই ধারাবাহিকতায় ভবিষ্যত প্রজন্মকে আন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য শুরু হয় প্রচেষ্ঠা। শুরু হয় পাড়ায় পাড়ায় মিটিং সমাবেশ, উৎসাহিত করা হয় এলাকার মুরুব্বি ও তারুণ্যকে। ফলে এলাকার সুপরিচিত ডাঃ ফজল আহমদ ও তরুনদের মধ্যে ফিরে আসে বিদ্যালয় নিমার্নের প্রচেষ্ঠা। এমতবস্তায় উদ্যেগী সমাজ শরনাপন্ন হন বিশিষ্ঠ ব্যাংকার ও শিল্পপতি দক্ষিণসর্তা গ্রাম নিবাসী মোঃ শাহদাত হোসেন খোন্দকারের নিকট। অবশেষে মরহুম ডাঃ ফজল আহমদ,শিল্পপতি মোঃ শাহাদাত হোসেন ও যুব সমাজের সার্বিক সহযোগিতায় ১৯৮৪ ইং সালে প্রতিষ্ঠিত হয় অত্র বিদ্যালয়।

সন্মানিত সভাপতির বাণী

শিক্ষা মানুষের মৌলিক অধিকার। জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই।তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনে একটি বিদ্যালয়ের অবদান অনদ্বীকার্য। চট্টগ্রাম জেলার অন্তর্গত, রাউজান উপজেলার অন্তর্ভুক্ত চিকদাইর একটি এঁ’তিহ্যবাইী ইউনিয়ন। এই জনপদকে শিক্ষার আলোয় অধিক আলোকিত করতে এই গ্রামের কৃতি সন্তান জনাব ডাঃ ফজল আহমদ্‌ এবং জনাব মোঃ শাহাদাত হোসেন তাদের নিরলস প্রচেষ্ঠা, অর্থ, মেধা, শ্রম ও গ্রামের সকল মানুষের সার্বিক সহযোগিতায় ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিদ্যালয় সুনামের সাথে এগিয়ে চলছে। প্রতিবছর শিক্ষার্থীরা এসএসসি. পাশ করে

উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদে অধিষ্ঠিত। দীর্ঘদিন ধরে রাউজানের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা জনাব এ বি.এম ফজলে করিম এমপি মহোদয়ের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় বিদ্যালয় অবকাঠামোগত উন্নয়নে বিপ্লব সাধিত হয়েছে।আমি নিজেও আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী লেখাপড়ার মান উন্নয়ন এবং বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি। বর্তমানে বিদ্যালয়ে রয়েছে দক্ষ শিক্ষকমন্ডলী, আধুনিক সুযোগ-সুবিধা, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা সব মিলিয়ে শিক্ষার দারুণ এক পরিবেশ যা আপনার সন্তানকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

অত্রবিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ অত্র বিদ্যালয়ের সুনাম উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে সকলের অধিক অংশগ্রহণ কামনা করছি।

প্রধান শিক্ষকের বাণী

দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মাবোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালে বাংলাদেশ নামক ছোট্ট এই দেশ পৃথিবীর মানচিত্রে ঠাঁই করে নেয়। আমাদের এই গৌরবময় অর্জন তখনি স্বার্থক হবে যখন আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সুশিক্ষিত,আত্মমর্যাদাশীল, সুদক্ষ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা ও চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমাদের সন্তানদের হতে হবে জ্ঞান-প্রযুক্তি নির্ভর ও বিজ্ঞানমনষ্ক। সে লক্ষ্যকে সামনে রেখে শিক্ষাকে

প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার জন্য এই এলাকার দুইজন কৃতি সন্তান জনাব ডাঃ ফজল আহমদ ও জনাব শাহাদাত হোসেন প্রতিষ্ঠা করেন চিকদাইর শাহাদাত ফজল যুব উ”চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে উক্ত প্রতিষ্টান গ্রামে জ্ঞানের আলো ছড়িয়ে যা”েছ, তৈরি করেছে অসংখ্য আলোকিত মানুষ।
মাননীয় এমপি জনাব এ.বি.এম ফজলে করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতা ও দিক- নির্দেশনায় দক্ষ পরিচালনা পরিষদ, বিশেষ করে সভাপতি মহোদয়ের গতিশীল নেতৃত্বে এবং সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দক্ষ শিক্ষক, আধুনিক সুযোগÑসুবিধা সম্বলিত শ্রেণিকক্ষ,ডিজিটাল ল্যাব,সমৃদ্ধ বিজ্ঞানাগার ও গ্রন্থাগার,সু-সজ্জ্বিত মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ক্লোজ সার্কিট ক্যামেরায় শিক্ষার্থীদের সার্বক্ষণিক মনিটরিং এর মাধ্যমে বিদ্যালয়টি এই উপজেলায় একটি অন্যতম শিক্ষা প্রতিষ্টানে পরিণত হয়েছে। বর্তমান শিক্ষাবান্ধব সরকার ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছেন তারই ধারাবাহিকতায় বিভিন্ন ধরণের বৃত্তি যেমনঃ উপবৃত্তি, প্রতিবন্ধী ভাতা,শিক্ষা সহায়তা অনুদান এবং বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। অবশেষে, প্রত্যাশা করি পরিচালনা পরিষদ, শিক্ষক,অভিভাবক এবং এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠবে আমার আপনার ভবিষ্যত প্রজন্ম।

Result Search

Please enable JavaScript in your browser to complete this form.

Calendar

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Complain/Suggest Corner

Please enable JavaScript in your browser to complete this form.